চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২৪ সালের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে গত ৭ জুন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের আনন্দ মিছিলে সন্ত্রাসী হামলায় বটতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আনোয়ারা উপজেলার অর্ন্তগত ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ।
আজ বুধবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতি দিয়েছেন, ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী, ২নং বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ, ৩নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ, ৫নং বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা শামসুল ইসলাম, ৬নং বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল, ৭নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব, ৮নং চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী সোহেল, ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বাবুল, ১০নং হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন কলিম উদ্দীন ও ১১নং জুইদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস।
বিবৃতিতে নির্বাচিত জনপ্রতিনিধিরা বলেন, অধ্যাপক এম এ মান্নান ৪নং বটতলী ইউনিয়ন পরিষদের তিনবারের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তার মতো একজন তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদের উপর হামলা কখনো কাম্য নয়। এ হামলা শুধু এম এ মান্নানের উপর নয়, এই হামলা আওয়ামী পরিবারের উপর। শান্তিপূর্ণ আনোয়ারা উপজেলাকে যারা অশান্ত করছে তাদের জনগণ চিহ্নিত করেছে। সন্ত্রাসীদের হুশিয়ারী করে বলতে চাই, আমাদের প্রয়াত প্রিয় নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং তারই সুযোগ্য সন্তান চট্টগ্রাম-১৩ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, স্বচ্ছ রাজনীতির প্রতীক, অহিংস আনোয়ারা-কর্ণফুলীর অভিভাবক সাইফুজ্জামান চৌধুরী জাবেদের আনোয়ারায় কোনো সন্ত্রাসী, বিশৃঙ্খলাকারীর জায়গা হবে না। যে সব চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারী শান্ত আনোয়ারাকে অশান্ত করতে চাই তাদেরকে ছাড় দিবে না জনগণ। আনোয়ারা উপজেলার শান্তি যারা বিনষ্ট করতেছে, জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে।