চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী বলেছেন, গোপালগঞ্জে একটি অরাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। কাপুরুষের মতো জিলানী ও তার স্ত্রী-সন্তানসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করেছে এবং শওকত আলী দিদারকে হত্যা করেছে।
অবিলম্বে হত্যাকারী ও হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুল ইসলাম রাহী।
শনিবার উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাজালিয়া স্টেশনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়ী বহরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফৌজুল কবির রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবাইদুল আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনির আহমদ, আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম, আমান উল্লাহ, বোরহান উদ্দিন, মোহাম্মদ আনোয়ার, আবদুল কাদের, জামাল উদ্দিন, শফিক প্রমুখ।