চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, সন্ত্রাসী চাঁদাবাজ অস্ত্রব্যবসায়ী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে এলাকার জনগণের জান মাল রক্ষার প্রতিরোধ লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন সময়ের সাহসী সন্তান জননন্দিত রাজনীতিক ফারুক সিদ্দিকী। নীতি আদর্শের জন্য তার গৌরবময় জীবনদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মুক্তিযুদ্ধের প্রজন্ম – বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে জামায়াত শিবিরের কুখ্যাত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও স্বৈরাচারবিরোধী ছাত্র গণআন্দোলনে চট্টগ্রামের অন্যতম বীর শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকীর ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক মফিজুর রহমান বলেন,চট্টগ্রামে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ফারুক সিদ্দিকী নেতৃত্ব দেওয়া অকুতোভয় বীর যোদ্ধা। তার মতো আদর্শিক নেতা বর্তমানে বিরল।
সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে নগরীর দোস্ত বিল্ডিংস্থ আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা সাংবাদিক প্রীতম দাশ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিয়াজ, মুক্তিযুদ্ধের প্রজন্মের কার্যনির্বাহী সভাপতি এডভোকেট সাইফুন নাহার খুশী।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহাদাত নবী, মাহমুদুল হক, আশেক মাহমুদ মামুন, নুরুল হুদা চৌধুরী, রাজীব চন্দ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, ফারজানা মিলা, শিলা চৌধুরী, শফিকুর রহমান, মোরশেদ আহমেদ খোকন, ইমরান হোসেন মুন্না, ইলিয়াস হায়দার, নবী হোসেন সালাউদ্দিন, নাসির আলী পান্না, আবদুর রহিম, কোহিনুর আকতার মুন্নী, সৈয়দ মো: আলম, ইঞ্জিনিয়ার মোঃ ইসহাক, আসিফ ইকবাল, ছাত্রলীগ নেতা অরুন চৌধুরী, অনিমেষ পালিত প্রমূখ।