বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় দেশটিতে আটক ৫৭ জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমার পর তারা বাংলাদেশে ফিরতে শুরু করেছেন। গতকাল শনিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন ফিরেছেন।
তাদেরকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। পাশাপাশি তাদেরকে খাবার ও প্রযোজ্য ক্ষেত্রে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে।
আমিরাত ফেরত এই প্রবাসীরা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের কার্যক্রমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
তারা বলেন, আমিরাতে তাদের ১০ থেকে ২৫ বছর পর্যন্ত সাজা দেয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আন্তরিক প্রচেষ্টার কারণে তারা ৪৫ দিনের মধ্যে মুক্তি পেয়েছেন। এজন্য তারা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রত্যাশা, আমিরাতে তাদেরকে যে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেটি প্রত্যাহার করে নেয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি নিষেধোজ্ঞা তুলে নেয়ার আগ পর্যন্ত যাতে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।