চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আঞ্চলিক ছাত্র সংগঠন পটিয়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) পটিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল ফোরামের সভাপতি মাহফুজুল ইসলাম জিহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ হাসান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া স্টুডেন্টস ফোরামের প্রতিষ্টতা সভাপতি ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম সেলিমুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ও সভাপতি ড. রকিবা নবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ এফ এম সানাউল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রোকন উদ্দিন। ইফতার ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, ছাত্র উপদেষ্টা সাজিদুল সুমন, পারভেজ হোসেন, তোফাজ্জল হোসেন সিফাত, গিয়াস উদ্দিন, হাসনাত হাসান ও ডুসাপের সভাপতি আরমান হোসেন সহ আরো অনেকেই।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা ফোরামের প্রতিষ্টতা সভাপতি অধ্যাপক হারুনুর রশিদকে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার আহবান জানান। এসময় পটিয়া স্টুডেন্টস ফোরামের সদস্যরা উপজেলা নির্বাচনে অধ্যাপক হারুনুর রশিদের জন্য সবাই একাট্টা হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সমস্বরে।
বক্তারা আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেমন তৃনমুল আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর জন্য যেভাবে পটিয়ার আপামর জনসাধারণ একাট্টা হয়ে কাজ করে একজন সৎ ও যোগ্য ব্যক্তিতে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। ঠিক তেমনিভাবে আগামী মে মাসে উপজেলা পরিষদের নির্বাচনে সৎ মেধাবী ও যোগ্য প্রার্থী সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদকে পটিয়ার তৃনমুল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ সাধারণ ভোটারেরা পরিচ্ছন্ন এ রাজনীতিবিদকেই বেঁচে নেবে।