ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও ওয়াল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় শনিবার (১০ ফেব্রুয়ারি) মীরসরাই উপজেলার বারইয়ারহাটে ঈদে মেরাজুন্নবী উপলক্ষে সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের মীরসরাই উপজেলা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে শরীফুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা সিরাজ মিয়াজী, আব্দুর রহমান সুমন, নাসির উদ্দিন, সাইদুল ইসলাম সজিব, মাওলানা আব্দুল আওয়াল, হানিফ মিয়া, ছাইফুর রহমান আজাদ, আনোয়ার হোসেন, আশ্রাফুল আলম, আক্তারুজ্জামান, মিজানুর রহমান, মোস্তফা আলী প্রমুখ।
আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় বক্তারা বলেন, মহান মেরাজ শরীফ দয়াময় আল্লাহতালার সাথে আমাদের মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মোবারক প্রত্যক্ষ সাক্ষাৎ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন,’মহান মেরাজ শরীর প্রিয় নবীর নিকট স্বয়ং আল্লাহতালার মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ এবং প্রিয়নবীর মাধ্যমে সমগ্র সৃষ্টির নিকট রহমত নয় পরোক্ষ প্রকাশ।
বক্তারা আরো বলেন,’মেরাজ শরীফ মহান প্রিয় নবীর সাথে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতালার স্বয়ং প্রকাশ যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত ও দিশার উৎস,যে শোকরিয়া না হলে নাফরমানী হবে।তবে রমজান ও কোরবানীর ঈদের মত ঈদে আজম ও ঈদে মেরাজ হুকুমগত বিধিবদ্ধ নির্ধারিত পদ্ধতিগত ঈদ নয়,ঈমানী হৃদয়ের ঈদ-ঈমানী প্রাণের ঈদ-অসীম প্রেমের ঈদ,যার সাথে অন্য কোন আমলগত বিষয়ের তুলনা চলে না,যা অন্য সবকিছুর উৎস।
দুনিয়া ব্যাপি মিথ্যা ও অবিচারের ধারক নানাবিধ অপশক্তির গ্রাসে রুদ্ধ সত্য ও বিপন্ন জীবনের মুক্তি সাধনায় মহান ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহী ওয়া সাল্লামের শিক্ষা ও নির্দেশনার বাস্তবায়নে প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সর্বজনীন মানবিক সমাজ রাষ্ট্র বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ সত্য মানবতায় বিশ্বাসী সকল মানুষের প্রতি আহ্বান জানান।
সমাবেশে ঈদে মেরাজুন্নবী উপলক্ষে রাষ্টীয় ছুটি ঘোষণার দাবি জানানো হয়।