কর্ণফুলীতে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্যরাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার নুরানী ফোম কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শোয়াইব হোসেন।
তিনি বলেন, আমরা সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করি। এতে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি আগুন নিভাতে এক ঘন্টা সময় লাগে।
তিনি আরও বলেন, আগুনে কারখানায় থাকা বেশির ভাগ মালামাল পুড়ে গেছে। এসময় দেড় কোটি টাকার মালামাল উদ্ধার করা হলেও মালিকের দাবি আগুনে কারখানার ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শোয়াইব হোসেন বলেন, এখন শুকনা সময়ে আগুন বেশি লাগে তারমধ্যে বিদ্যুৎতের সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। আমরা আসা অবধি কর্ণফুলীতে যা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সবই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে। বিদ্যুৎ ব্যবহারে আমাদের আরও সতর্ক ও সাবধান হতে হবে। তাহলে আমরা আগুনের ঘটনা থেকে রক্ষা পেতে পারি।