যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে বড়উঠান ডাকপাড়া ক্রীড়া পরিষদের উদ্যোগে আন্ত: মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৪ টায় ডাকপাড়া গ্রামের একটি মাঠে আন্তঃ মিনি ফুটবল টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আ.লীগ নেতা ও সমাজ সেবক আসহাব দৌল্লা খান বাহারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সংগঠক ও ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন। ওয়ার্ড আ.লীগের যুগ্ম সম্পাদক সাইফুল আলমের সহযোগিতায় এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর শাহ্।এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ডাকপাড়া সুপার রেন্জকে হারিয়ে ডাকপাড়া সুপার সিক্স চ্যাম্পিয়ন হয়।
এসময় বক্তারা বলেন, একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে কিশোর ও যুবকদের মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই। ফুটবল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।
বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই।