খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড ৫মাইল শিব মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও সার্বজনীন দুর্গাপূজা উৎসব ২০২৩ সালে উদযাপিত হবে। শুক্রবার ৫ মাইল শিব মন্দিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দূর্গাপূজা উদযাপন কমিটির সদ্য বিদায়ী সভাপতি ও পেরাছড়া ইউপির সাবেক সদস্য জমেন্দ্র লাল ত্রিপুরা।
সভায় আসন্ন দুর্গাপূজার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় এই বছর দূর্গাপূজা উৎসবের জন্য কমিটি গঠন করা হয়।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে সনজীত ত্রিপুরা (সবিকা)কে সভাপতি, দীনেশ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং তরুন সংবাদকর্মী দহেন বিকাশ ত্রিপুরাকে অর্থ সম্পাদক মনোনীত করা হয়।
সভায় দুর্গাপূজা যথাযথ ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় অন্যদের মাঝে পেরাছড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ডের মেম্বার নির্মল ত্রিপুরা মন্টু, ৫মাইল যৌথ খামার কার্বারী ননে রঞ্জন ত্রিপুরা, কালাপানিছড়ার কার্বারী ও স্থানীয় সাবেক মেম্বার বরেন্দ্র লাল ত্রিপুরা, ৪মাইল যৌথ খামার কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, কামিনী পাড়ার কার্বারী বিপ্লব ভূষন ত্রিপুরা, ৭মাইল নতুন পাড়ার কার্বারী স্বপ্ন কুমার ত্রিপুরা সহ বিভিন্ন এলাকার লোকজন উপস্থিত ছিলেন।