খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলার ঐতিহ্যবাহী স্টেডিয়াম পরিদর্শনকালে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান এ তথ্য নিশ্চিত করেন।
রিজিয়ন কমান্ডার জানান, এই ফুটবল টুর্নামেন্ট পাহাড়ের জনগণের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করবে এবং পাহাড়ের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, “বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত এবং খেলাধুলা ও সংস্কৃতি পাহাড়ি-বাঙালির ঐক্য আরও সুসংহত করতে বিশেষ ভূমিকা পালন করবে।”
টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ৭টি দল, যা দুইটি গ্রুপে বিভক্ত হবে। গ্রুপ ‘এ’-এ রয়েছে মারিশ্যা জোন, খাগড়াছড়ি জোন, দীঘিনালা জোন এবং বাঘাইহাট জোন। গ্রুপ ‘বি’ তে রয়েছে লোগাং জোন, লংগদু জোন এবং মহালছড়ি জোন।
সেমিফাইনাল খেলায় গ্রুপ ‘এ’-এর দুটি বিজয়ী দল এবং গ্রুপ ‘বি’-এর দুটি বিজয়ী দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর, মঙ্গলবার, দুপুর ২:৩০ মিনিটে।
টুর্নামেন্টের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি রিজিয়ন সহায়তা করছে, এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘বাংলাভিশন’। চ্যাম্পিয়ন দলের জন্য থাকবে একটি ট্রফি ও ১ লক্ষ টাকা নগদ পুরস্কার, আর রানার্স আপ দলের জন্য থাকবে একটি ট্রফি ও ৫০ হাজার টাকা নগদ পুরস্কার।
এবারের টুর্নামেন্টে ৭টি জোন দল একটি লক্ষ্য নিয়ে মাঠে নামছে, এবং এটি দুরন্ত খেলা ও দারুণ প্রতিযোগিতার সাক্ষী হতে চলেছে। খেলা অনুষ্ঠিত হবে খাগড়াছড়ি জেলার ঐতিহ্যবাহী স্টেডিয়াম মাঠে।