খাগড়াছড়ির গুইমারাতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, গুইমারা উপজেলা শাখার আয়োজনে রিয়মরম পাড়া প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্থানীয় কমিটির প্রধান বাবু ম্রাসাথোয়াই মারমা।
মারমা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা সভাপতি চাইহ্লাপ্রু মারমার সভাপত্বিতে ও জেলা যুব ঐক্যপরিষদ এর সাধারণ সম্পাদক চাইহলাপ্রু মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,কংজপ্রু মারমা সাধারণ সম্পাদক বাংলদেশ মারমা ঐক্যপরিষদ,অংহলাপ্রু মারমা যুগ্ন-সাধারণ সম্পাদক,ইন্জিনিয়ার ক্যয়রী মগ সভাপতি জেলা যুব ঐক্যপরিষদ,উহলাপ্রু মারমা সাধারণ সম্পাদক গুইমারা উপজেলা।গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ, গুইমারা উপজেলা বিএনপির নবগঠিত সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক আরমান হোসেন,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুল ইসলাম প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন জননেতা ওয়াদুদ ভূইয়ার নির্দেশনা অনুযায়ী পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় সংগঠনের ওয়ার্ড, ইউনিয়নের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।