গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে পরিষদের মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার দিকনির্দেশনায় এক বিশাল কর্মী সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়ন বিএনপির কর্মী সভায় ফারুক হোসেন সুমনের সঞ্চালনায় আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার।
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রদান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। উদ্বোধক ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ, গুইমারা উপজেলা বিএনপির নবগঠিত সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি মোঃ নবী হোসেন, সাধারণ সম্পাদক আরমান হোসেন, যুগ্ন সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম সহ উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডের অসংখ্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।