গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন। আক্রান্তদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন মহিলা এবং ১ জন শিশু। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন একজন। এ বছর নগরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪৬ জন এবং উপজেলায় ২৩৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪৮৫ জন। চলতি আগস্ট মাসে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪ জন।
ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।