রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে লাগা আগুন থেকে জীবিত অবস্থায় উদ্ধার হয়ে ফিরেছেন এক নারী। ভবন থেকে বের হয়েই স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। ওই সময় তাকে ঘিরে অন্যান্য স্বজনরাও কাঁদতে শুরু করেন।
উদ্ধার হওয়া নারী অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলতে থাকেন, “আমি আর কখনও রেস্টুরেন্টে খেতে আসব না।”
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) অগ্নিকাণ্ডের ঘটনার পর সাড়ে ১১ টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন নিলুফার নামের ওই নারীকে উদ্ধার করেন।
ওই নারী স্বজন আছমা আক্তার বলেন, “রাতে আমার বোনের বাচ্চারা কাচ্চি খাওয়ার আবদার করে। বাসা কাছে হওয়ায় আমার বোন কাচ্চি নিতে এখানে আসে। আর ওই সময় আগুন লাগে এবং তিনি ভেতরে আটকা পড়েন। পরে আমাদের ফোন করে জানান। আমরা সবাই উদ্বিগ্ন হয়ে কিভাবে যে এখানে এসেছি নিজেরাও জানি না।”
তিনি আরও বলেন, “ভবনে এখনও অনেক লোক আটকা পড়ে আছেন। দোয়া করেন, যেন সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারে।”