জেলা প্রতিনিধি, কক্সবাজার :
কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে মোটর সাইকেল দূর্ঘটনায় আব্দুর রহমান নামের এক যুবক নিহত হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর ) সকালে শামলাপুর স্টেশন এলাকার মেরিন ড্রাইভে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সুরতহাল সংগ্রহ করছে পুলিশ।
সড়ক দূর্ঘটনায় নিহত আব্দুর রহমান উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুংখালীর আলীপাড়া নিবাসী আবদুল গফুরের ছেলে। তিনি টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ছিলেন।