চট্টগ্রামের পটিয়া-বোয়ালখালী প্রীতিলতা সড়কের কৃষ্ণাখালী বাজারে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ফাতাহুল বারি তারেক (১৯)। সে উপজেলার ধলঘাট ইউনিয়নের আবদুল বারেকের ছেলে। তারা ১ ভাই ১ বোনের মধ্যে পরিবারের বড় সন্তান। ফাতাহুল বারী তারেক এবারের চন্দনাইশের বিজিসি ট্রাস্ট একাডেমি থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
শনিবার সন্ধ্যায় নিহত শিক্ষার্থীর লাশ তার গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে বলে জানা গেছে তার পারিবারিক সূত্রে।
এ ব্যাপারে পটিয়া থানার (ওসি) প্রিটন সরকার বলেন, শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পটিয়া যাচ্ছিলেন শিক্ষার্থী ফাতাহুল বারি তারেক। যাওয়ার পথেই ধলঘাট কৃষ্ণাখালী বাজারের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করার পর চিকিৎসক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।