তীব্র তাপপ্রবাহে দিনমজুর এবং নির্মাণ শ্রমিকদের সকালের পরিবর্তে বিকেলে কাজে লাগানোর অনুরোধ জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ সোমবার সকালে নগরীর জাকির হোসেন সড়ক, জিইসি মোড়, ২নং গেইট ও চকবাজার এলাকায় রাস্তায় কর্মরতদের মাঝে সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ করতে গিয়ে এ অনুরোধ জানান তিনি।
সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ করতে গিয়ে তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে তাপপ্রবাহ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোক হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তাই এ সময় যারা রোদে কাজ করে যেমন: বিশেষ করে দিনমজুর এবং নির্মাণ শ্রমিকদের সকালের পরিবর্তে বিকেলে কাজে লাগানোর অনুরোধ জানান তিনি।
আর জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া রিকশাচালক এবং ভ্যানচলকদের প্রচুর পরিমাণে পানি পান করার অনুরোধ জানান সুজন। পাশাপাশি হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে বারেবারে মাথা এবং ঘাড় ভিজিয়ে রাখার অনুরোধ জানান তিনি। এছাড়া চাকুরি এবং ব্যবসার প্রয়োজনে যারা ঘর থেকে বের হবেন তাদেরকে সুতির পোশাক পরিধান করা, সম্ভব হলে ছায়াযুক্ত স্থানে থাকা, টুপি কিংবা ছাতা ব্যবহার করা এবং বিশুদ্ধ পানি পান ও খাবার স্যালাইন পান করার অনুরোধ জানান তিনি। পাশাপাশি চা, কফিসহ গরম পানীয় পান থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
তিনি আরো বলেন, হাসপাতালগুলোতে রোগীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। সর্দি-কাশি থেকে শুরু করে জ্বর, বমি, ডায়রিয়া, এবং শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। এছাড়া অনেক রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এসময় পরিবারের শিশু এবং বয়স্ক ব্যক্তিদের প্রতি বিশেষ নজর রাখার অনুরোধও জানান তিনি।
সুজন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। এভাবে অফিস আদালতের সব কর্মীকে একসাথে অফিসে না এনে পালাক্রমে অফিস করা এবং সম্ভব হলে অনলাইনে অফিসের কাজ সারা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করারও অনুরোধ জানান তিনি।
সুজন আরো বলেন, তাপপ্রবাহের এ সময় সকলকে মানবিক হওয়া একান্ত প্রয়োজন। সমাজের বিত্তবান শ্রেণীদের এসময় তাপপ্রবাহে আক্রান্ত মানুষের পাশে দাড়ানো উচিত। সবাই যার যার সামর্থ্য মতো এগিয়ে আসলে আমরা এ বিপদ কাটিয়ে উঠতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তাপপ্রবাহ যতদিন চলবে ততদিন সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চলবে বলে ঘোষণা দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মো. ইলিয়াছ, মো. সেলিম, মো. বাবলু, আনন্দ আচার্য, মাসুদ ইমন, অসিত দেব হৃদয় প্রমূখ।