সিঙ্গাপুর চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি ফ্লাইটে করে তিনি ঢাকায় ফিরবেন।
দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য সদস্য শায়রুল কবির খান বিষয়টি গনমাধ্যমকে জানিয়েছেন।
শায়রুল কবির খান জানান, দুই মাস ৯ দিন পর আজ সন্ধ্যায় মোশাররফ হোসেন ফিরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান যোগে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন।
ড. খন্দকার মোশাররফ গত ১৭ জুন অসুস্থ হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি ২৭ জুন সিঙ্গাপুর যান। সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা গ্রহণ করেন।