সরেজমিনে গিয়ে দেখা যায়, মিরসরাই সদরের পশ্চিম পাশের লেনের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে দক্ষিণ পাশের ২৬০ মিটার দৈর্ঘ্যের একটি পানি নিষ্কাশন ড্রেনের ভেঙে যাওয়া অংশ পরিষ্কার করতে এসেছে সওজ ঠিকাদারের কিছু কর্মী। যেটার কিছু অংশের কাজ এখনো সম্পন্ন হয়নি। সড়কের একলেনের বৃহৎ অংশ বন্ধ করে কাজ করায় আগের মতো যান চলাচলে বিঘ্ন ঘটে। যে কারণে দিনভর থেমে থেমে যানজটও লক্ষ্য করা গেছে। এর আগেও ড্রেনটি নির্মাণের সময় সড়কের উপর নির্মাণসামগ্রী রাখায় গত দেড় মাস ধরে ভোগান্তি পোহাতে হয়েছে। একই সঙ্গে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে ওই এলাকায়।