পটিয়া উপজেলার শ্রীমাই খালের বালু মহাল ইজারাদারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় ৩ (তিন) জনকে আটক করা হয়েছে।
তারা হলেন পটিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাবুলের পুত্র মো: মোতাহের (৩০), একই এলাকার মৃত মো: ইছাকের পুত্র মো: এরশাদ (৩০) ও আলম মিস্ত্রির ছেলে মো: শফিক (৩০)।
রবিবার (২৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজি মামলায় জামিন চাইতে গেলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
জানা গেছে, শ্রীমাই খালের ইজারাদারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের আইয়ুব আলীর পুত্র রুকন উদ্দিন বাদী হয়ে এজাহারনামীয় ৭ জন ও অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করেন। ওই মামলায় জামিন চাইতে গেলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে মোতাহের, এরশাদ ও শফিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী রুকন উদ্দিন জানিয়েছেন, বালু মহাল ইজারা নিয়ে শ্রীমাই খাল থেকে বালু উত্তোলন শুরু করলে মোতাহেরের নেতৃত্বে চাঁদা দাবি করে। এঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় জামিন চাইতে গেলে তাদের তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।