পটিয়ায় শীতার্ত মানুষের পাশে উষ্ণতা দিতে পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা সাজ্জাত হোসেন। শুক্রবার সকালে উপজেলার বড়লিয়া ইউনিয়নের মৌলভীহাট এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও বড়লিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছের সন্তান মুহাম্মদ সাজ্জাত হোসেন কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন শরীফ,সমাজ সেবক আইয়ুবুল ইসলাম,জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ফারুক আহমেদ,আওয়ামী লীগ নেতা ইকবাল শরীফ, যুবনেতা তৌহিদুল আলম জুয়েল, আওয়ামী লীগ নেতা সৈয়দ শোয়েব হাজারি, ইয়ার মাহমুদ, যুবলীগ নেতা ইকরাম হোসেন,মোহাম্মদ ফয়সাল,মো: মনসুর,মোহাম্মদ বোরহান প্রমুখ।
কম্বল বিতরণ কালে আওয়ামী লীগ নেতা সাজ্জাত হোসেন বলেন, আমাদের সমাজে যারা পিছিয়ে থাকা মানুষ আছেন তাদের প্রতি আমাদের সকলের সামাজিক দায়বদ্ধতা আছে। তাদেরকে সাহায্য সহযোগিতা মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ও নৈকট্য লাভ করা যায়।