দ্রব্যমুল্যের উর্ধগতি, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মামলা প্রত্যাহার ও সংসদ বতিলসহ ১ দফা দাবিতে ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপি’র কালো পতাকা মিছিল ৩০ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন ফেনী থেকে বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক এম এ খালেক, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক বাবু তপন কর, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক খুরশীদ আলম ভূঁইয়া, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া সহ বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ