CKAGOJ
ঢাকা বুধবার , ৬ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৪, ৭:৩৮ এএম

Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী আজ। সারাদেশে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে উদযাপিত হয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

দিবসটি উদযাপনে দেশের সকল সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে রোববার (১৭ মার্চ) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে , সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এছাড়াও এদিন সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একইসঙ্গে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিশু সমাবেশে অংশগ্রহণ করবেন তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৪৬ সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ (বর্তমানে মওলানা আজাদ কলেজ) ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ১৯৪৯ সালে তৎকালীন আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৩ সালে তিনি পার্টির সাধারণ সম্পাদক এবং ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের টিকেটে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ায় বাঙালি জাতির অধিকার আদায়ের লক্ষ্যে আজীবন সোচ্চার এই অবিসংবাদিত নেতাকে রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করতে হয়।

তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬-দফা ও পরবর্তীতে ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন এবং বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। তার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি ধাপে ধাপে স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হলেও তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে বাঙালি জাতির ওপর নানা নির্যাতন শুরু করে। বঙ্গবন্ধু একাত্তরের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। যা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়াল্ড রেজিস্ট্রার এ অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে।

অন্যদিকে, ২৬ মার্চ (২৫ মার্চ মধ্যরাতে) তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং তার নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙ্গালীর বহু কাঙ্খিত বিজয় ও স্বাধীনতা অর্জিত হয়।

 

 

 

আরও পড়ুন
Зеркало 1xbet Рабочее Зеркало 1хбет На Сегодн

Зеркало 1xbet Рабочее Зеркало 1хбет На Сегодн

ইসরায়েলের ইরান আক্রমণ ও বৈশ্বিক হিসাব নিকাশ

ইসরায়েলের ইরান আক্রমণ ও বৈশ্বিক হিসাব নিকাশ

কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

চার উপজেলা ও দুই পৌরসভায় কৃষক দলের আহবায়ক কমিটি

চার উপজেলা ও দুই পৌরসভায় কৃষক দলের আহবায়ক কমিটি

গুইমারায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা

গুইমারায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা

খেলাধূলাই যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে : আবু সুফিয়ান

খেলাধূলাই যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে : আবু সুফিয়ান

বিজয় সম্পূর্ণ করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে : মাহমুদুর রহমান

বিজয় সম্পূর্ণ করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে : মাহমুদুর রহমান

ইগনাইট মীরসরাই’র যাত্রা শুরু, সভাপতি জাবেদ; সম্পাদক মহিউদ্দিন

ইগনাইট মীরসরাই’র যাত্রা শুরু, সভাপতি জাবেদ; সম্পাদক মহিউদ্দিন

1xbet Зеркало На Сегодня стулочасы Вход На официальный Сайт Бк 1хбет Прямо Сейчас

1xbet Зеркало На Сегодня стулочасы Вход На официальный Сайт Бк 1хбет Прямо Сейчас

какие Звания Cs 2 В Премьер-режиме%3F Соотношение Рейтинг

какие Звания Cs 2 В Премьер-режиме%3F Соотношение Рейтинг

খাগড়াছড়িতে যুবদের  তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে যুবদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মীরসরাইয়ে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের অফিস উদ্বোধন

মীরসরাইয়ে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের অফিস উদ্বোধন