বন্যা কবলিত সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রাম শহরে বসবাসরত খাগরিয়ার বাসিন্দাদের নির্দলীয় সংগঠন খাগরিয়া সমিতি চট্টগ্রাম।
বুধবার সমিতির উদ্যোগে ইউনিয়নের তিন হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন খাগরিয়া সমিতি চট্টগ্রামের উপদেষ্টা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
খাগরিয়া ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে উপস্থিত থেকে খাদ্য বিতরন করেন সমিতির সদস্য সচিব এডভোকেট মুহাম্মদ রিদোয়ানুল হক, আহবায়ক কমিটির সদস্য লায়ন মো. জসিম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, আবুল হোসেন, হাবিবুর রহমান, আবদুল আহাদ, মৌলানা ইউনুচ, মৌলানা আবু তালেব, দিদারুল ইসলাম, শহিদুল ইসলাম, হুমায়ুন কবির রিংকু, আবদুচ ছবুর, মোহাম্মদ আরিফ, তৌফিক উল্লাহ আরজু, রিদোয়ান, মো. সোলায়মান প্রমুখ।