বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদের মা- বাবা কবর জেয়ারত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমা পরে কক্সবাজারের পেকুয়া উপজেলার নিজ গ্রামে বাড়ির পাশে করব স্থানে করব জেয়ারত করে।
এরআগে গণ-অভ্যুত্থানের চট্টগ্রামে প্রথম নিহত শহীদ ওয়াসিমে করবো জেয়ারত করে এর পর ওয়াসিম পরিবারে সাথে সাক্ষাৎ করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শাহদাত হোসেন রিপন ও সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদল এর আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রদল এর আহবায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, বান্দরবান জেলা ছাত্রদল এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।