মধ্যরাতে বিলুপ্ত করা হয়েছে চট্টগ্রাম মহানগরের যুবদলের কমিটি। শুক্রবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে চট্টগ্রাম মহানগরের যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে। একই সাথে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিনকে সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য ২০১৮ সালের ২ জুন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীকে সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবদলের কমিটি ঘোষণা করে তৎকালীন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।