কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনি যদি রুখে না দাঁড়ানো যায় তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ। এরাই আগামী দিনের জাতীর কর্ণধার। মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে।
তিনি বলেন, মাদকের ভয়ানক আসক্তি সমাজ, দেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে দীর্ঘমেয়াদে নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে কিংবা ভবিষ্যতেও ঘটাবে। সাধারণত ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, প্যাথেডিন, আফিম, মদ, গাঁজা ও ভাংসহ বিভিন্ন নামে বিভিন্নরূপে প্রজন্ম থেকে প্রজন্মে চলছে। আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তোলে এ অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে, সরকারের পাশাপশি রাজনৈতিক দলসহ বিভিন্ন বেসরকারি সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে প্রজন্ম বাঁচলে জাতি বাঁচবে। অন্যথায় অন্ধকার গহিন অরণ্যে হারিয়ে যাবে জাতীর ভবিষ্যৎ প্রজন্ম।
শুক্রবার জুমার নামাজের পর নগরীর আকবর শাহ নিউ শহীদ লেইন এলাকাবাসীর উদ্যোগে “মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংদের” গ্রেফতারের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বক্তব্য রাখেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আকবর শাহ থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, মহানগর বিএনপি নেতা রেহান উদ্দিন প্রধান, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সজল, আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর বক্স মিলন, মহানগর যুবদল নেতা মিয়া মো. হারুন, আব্দুল হামিদ পিন্টু, হেলাল হোসেন হেলাল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জহিরুল হক টুটুল, নগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, এতে যুবদল নেতা মিজানুর রহমান বাবুল, সাখাওয়াত কবির সুমন, জসিম উদ্দিন, মনছুর আহমেদ মোহন, নেজাম উদ্দীন, বিএনপি নেতা ইউনুছ গাজি, আবু তাহের, আনোয়ার হোসেন আনু, মিজানুর রহমান, বরকত উল্লাহ টিপু, দেলোয়ার হোসেন, ইব্রাহিম খলিল সবুজ, ইব্রাহিম হোসেন সাদ্দাম, বেলাল হোসেন, রুবেল সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।