মা হচ্ছেন ছোট পর্দার একসময়ের পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী ঈশানা খান। সুদূর অস্ট্রেলিয়া থেকে মা হওয়ার সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
ঈশানা জানান, এখন জীবনের গুরুত্বপূর্ণ সময় পার করছেন তিনি। শিগগিরই তাদের ঘরে আসবে নতুন অতিথি। সকলের কাছে অনাগত সন্তানের জন্য দোয়াও চেয়েছেন তিনি। সামাজিক মাধ্যমেও নিজের অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে অভিনেত্রীর পরিবর্তনটাও ভক্তদের চোখে ধরা পড়েছে স্পষ্ট।
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ইশানা। এরপর নিয়মিত তাকে দেখা গেছে টিভি পর্দায়। একের এক জনপ্রিয় সব নাটকে হাজির হয়েছেন। র্যাম্প মডেল হিসেবেও বেশ ভালো করেছেন।
এরপর ২০১৯ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সারিফ চৌধুরীকে বিয়ে করেন তিনি। বিয়ের পরপর সেখানেই স্বামীকে নিয়ে সংসার শুরু করেন। দীর্ঘদিন ধরেই এই দম্পতি থাকছেন অস্ট্রেলিয়াতে।