মীরসরাই সদর ইউনিয়নের দীর্ঘ দিনের চেয়ারম্যান ও মীরসরাই পৌরসভার প্রথম প্রশাসক মরহুম আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার নামে সামাজিক সেবা মূলক কমর্কান্ড করতে তার সন্তানরা “আজহারুল হক চৌধুরী নওশা মিয়া” ফাউন্ডেশন নামের একটি সংগঠন করেছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নওশা মিয়ার প্রতিষ্ঠিত মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে ফাউন্ডেশনের কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাহের হোসেন চৌধুরী সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলার কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম হুমায়ন, মীরসরাই পৌরসভা মেয়র গিয়াস উদ্দিন, মজহারুল হক চৌধুরী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী, মোফাজ্জেল হোসেন চৌধুরী প্রমুখ।