মীরসরাইয়ে এম্বিশন পাওয়ার কন্ট্রোল লিমিটেড, সুপার সাইন ক্যাবল ও মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের অফিস উদ্বোধন হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের বেপজা গেট সংলগ্ন এলাকায় এই অফিস উদ্বোধন করেন মীরসরাই কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী।
এম্বিশন পাওয়ার কন্ট্রোল লিমিটেড সুপার সাইন ক্যাবল, সুপার সাইন ক্যাবল অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সুপার সাইন ক্যাবলের সংযোগে নিরাপদ থাকুন আজীবন এই স্লোগানের মাধ্যমে কেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ।
এ সময় উপস্থিত ছিলেন, এম এস বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামরুল হাসান লিটন, সুপার সাইনস ক্যাবলসের এক্সিকিউটিভ ডিরেক্টর আঙুর হোসাইন, মার্কেটিং বিভাগের এজিএম মিজানুর রহমান, সাইফুল ইসলাম, বার্জার পেইন্ট আসিফ ইকবাল সহ অতিথিবৃন্দ।
এদিকে অনুষ্ঠান শুরুতে সময় সুপার সাইন ক্যাবলের অগ্নিনির্বাপক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে সুপার সাইন ক্যাবলের গুণমান তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।