মীরসরাইয়ে ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান মরহুম এমডি এম জালাল উদ্দিন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বজলুছ ছোবহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ক্লিফটন গ্রুপের পরিচালক মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, প্রফেসর শামসুদ্দোহা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মাহফুজুল হক জুনু প্রমুখ।
মরহুম এমডি এম জালাল উদ্দিন চৌধুরী মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পাড়ার চৌধুরী বাড়িতে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ২০২১ সালের ডিসেম্বরের ১৭ তারিখে। স্মরণসভায় বক্তারা মরহুমের স্মৃতি স্মরণ করে বলেন, ব্যক্তি জীবনে তিনি ছিলেন কর্মবীর, দানবীর, চৌকস ব্যক্তি। তিনি মানবিক ও সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।