মীরসরাইয়ে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা করেরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন এর সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই সাংসদ মাহবুব উর রহমান রুহেল, এই সময় আরো বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন। এই আরো উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপুসহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতৃববৃন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উর রহমান রুহেল এমপি বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের জনগণের জন্য আশীর্বাদ। বর্তমান সরকার দেশের বিশাল জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা কথা চিন্তা করে দেশের নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে পেনশন স্কিম চালু করেছে। ১৮ বছরের বেশি বয়সী যে কেউ এই পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন। এতে দরিদ্র জনগোষ্ঠীর ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে।