অভিনয়ের পর এবার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন কুসুম শিকদার। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ মুক্তি পাচ্ছে শুক্রবার। জানা গেছে, সিনেমাটি শুধু সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দেখা যাবে।
২০১৭ সালে প্রকাশিত হয়েছিল কুসুমের লেখা ‘শরতের জবা’। এক নারীর রহস্যময় জীবন নিয়ে গল্পটি। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন একেক সময় একেক প্রশ্নের জন্ম দেয়। সেই ভৌতিক ঘরানার গল্পই এবার বড় পর্দায় আনলেন কুসুম।
ছবিটির চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন কুসুম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন।
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে খানিক সংশয়ে আছেন কুসুম। বললেন, ‘দেশের চলমান পরিস্থিতি ও প্রেক্ষাগৃহের অবস্থা, তাতে আমি কিছুটা সংশয়ে আছি। জীবনের প্রথম পরিচালনা কেমন হবে, কী হবে, দর্শকই-বা কীভাবে গ্রহণ করবেন? তারপরও আমি চাই দ্রুত আমার প্রথম পরিচালনার সিনেমাটা মুক্তি দিতে।’
কুসুম আরও বলেন, ‘দেশের এই পরিস্থিতির মধ্যে কোনো কিছু তো থেমে নেই। সব অফিস চলছে, সবাই নিজেদের কাজ করছে। বিনোদনের মাধ্যমগুলোও সক্রিয়। তাহলে শুধু সিনেমা হল কেন বন্ধ থাকবে? নতুন সিনেমা মুক্তি পাবে না কেন? এ কারণে ঝুঁকি থাকলেও দুর্গাপূজায় শরতের জবা মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি দেখবেন।’
কুসুম সিকদার ছাড়াও চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, নিদ্রা নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।