টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের বাইরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি।
এই নায়িকা কোথায় যাচ্ছেন, কখন কি করছেন, এসব উত্তরের খোঁজে উদগ্রীব হয়ে থাকেন তার ভক্তরা। অভিনেত্রীও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্ত, অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
তারই ধারাবাহিকতায় বুধবার ফেসবুক পেজে নিজের মেকআপ ছাড়া একটি ছবি প্রকাশ করেন শ্রাবন্তী। যা দেখামাত্রই নিন্দুকেরা নায়িকার রূপের সমালোচনায় মেতে ওঠেন।
একজন লিখেছেন, মেকআপ ছাড়া সব নায়িকারা পেত্নী। অন্য একজন মন্তব্য করেছেন, চেহারায় বার্ধক্যের ছাপ পড়েছে। কেউ বলছেন, সব সৌন্দর্যের শেষ আছে। কেউ আবার নায়িকাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেছেন।
তবে কেউ কেউ নায়িকাকে ‘সাহসী’ বলেও মন্তব্য করেছেন। তাদের ভাষ্য, নায়িকারা মেকআপ ছাড়া খুব কমই ভক্তদের সামনে প্রকাশ্যে ধরা দেন। সেক্ষেত্রে শ্রাবন্তী ব্যতিক্রম কিছুই করেছেন।
যদিও এ সকল মন্তব্যর কোনো জবাব দেননি শ্রাবন্তী। কারণ এসবেই অভ্যস্ত তিনি। তাকে নিয়ে নেটিজেনদের সমালোচনাও নতুন কিছু নয়।
বর্তমানে শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরানি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন শ্রাবন্তী। এছাড়াও ইতোমধ্যেই জিতু কমলের সঙ্গে ‘বাবুসোনা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।