রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেডের নির্বাচনী তাফসীল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার(২১মার্চ) বিকাল ৪টায় রানীরহাট অফিসে নির্বাচনী তাফশীল ঘোষণা করেন উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দিবাকর দাশ মান্না।
এ-সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সেকান্দর হোসেন চৌধুরী, সাবেক সভাপতি সাদেক নুর চৌধুরী টিপু, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সেলিম, বিচার বিভাগের সাবেক সদস্য নুর মোহাম্মদ আজাদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, সাবেক ধর্ম সম্পাদক শাহ আলম তালুকদার, সাবেক ক্রীড়া সম্পাদক নঈম উদ্দিন মিজান, সাবেক দপ্তর সম্পাদক শাহেদ আলম তালুকদার, সদস্য জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
রাজানগর কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেডের ১২টি পদে রাজানগর আরএবিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় হলে নির্বাচনী অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল।
উক্ত পদে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু আগামী ২৪ মার্চ হতে ২৮ মার্চ পর্যন্ত। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০-৩১ মার্চ। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ হবে আগামী ১ এপ্রিল। প্রার্থীদের আপীল দাখিল আগামী ২ ও ৩ এপ্রিল। আপীলের শুনানী ও নিষ্পত্তি আগামী ৪, ৮ ও ৯ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহার আগামী ১৭ এপ্রিল। প্রতীকবরাদ্দ শেষে বৈধ প্রার্থী চুড়ান্ত তালিকা প্রকাশ হবে আগামী ১৮এপ্রিল।