রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) আরও সহায়ক ভূমিকার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (১০ জুলাই) বাংলাদেশে নবনিযুক্ত আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর তার প্রমাণপত্র পেশ করার সময় মন্ত্রী এ আহ্বান জানান।