পবিত্র ঈদুল আজহায় এবার সোয়া তিন লাখ চামড়া সংগ্রহ হয়েছে চট্টগ্রামে। চামড়াগুলো নগরের আতুরার ডিপো এলাকায় বিভিন্ন আড়তে মজুদ আছে। এবার চামড়া বিক্রি করে মৌসুমি ব্যবসায়ীরা লাভবান হলেও শঙ্কায় চট্টগ্রামের ৩২ আড়তদার। কেননা, একদিকে ট্যানারি মালিকরা তেমন একটা যোগাযোগ করছেন না। অন্যদিকে গতবছরের মত এবারো সরকার নির্ধারিত দাম না পাওয়ার শঙ্কা ভর করছে চট্টগ্রামের আড়তদারদের মনে।
গতবছর ঢাকার খোকন লেদার, মহুয়া ট্যানারি, পান্না লেদারসহ আটটি প্রতিষ্ঠান চট্টগ্রাম থেকে চামড়া সংগ্রহ করেছিল। এরমধ্যে পান্না লেদার ২৫ হাজার, মহুয়া ট্যানারি ২০ হাজার চামড়া সংগ্রহ করেছিল। তবে সে সময় লবণযুক্ত চামড়া বিক্রিতে সরকার ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করে দিলেও তারা প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ৩০ টাকায় কিনেছিলেন বলে দাবি আড়তদারদের।