যত কথা তিন আফগান স্পিনার রশিদ খান, মুজিবর রহমান আর মোহাম্মদ নবীকে নিয়েই। তাদেরই বেশি বিপজ্জনক বলে ধরা হয়। কিন্তু জায়গা মত আফগান ফাস্ট বোলার ফজল হক ফারুকীও কম যাচ্ছেন না। বরং সাফল্যর মানদণ্ডে ফারুকীই চলতি বাংলাদেশ সফরে আফগান বোলারদের মধ্যে সবার ওপরে। দুই ম্যাচে এ পেসারের পকেটে জমা পড়েছে (৩/২৪ ও ৩/২২) ৬ উইকেট।
ফারুকীর দ্রুতগতির সঙ্গে সুইং ও মাপা লাইন-লেন্থ বাংলাদেশের ব্যাটারদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। টাইগার ব্যাটাররা কেউই ফারুকীকে একদমই স্বস্তিতে খেলতে পারছেন না।