মীরসরাই উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সরফুদ্দিন মামুনের ইসাহালে সওয়াবের উদ্দেশ্যে খতমে কোরআন, মিলদ ও কবর জিয়ারত করা হয়েছে।
আজ শুক্রবার ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধূরী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সভাপতি উপজেলা বিএনপির সিনিয়র সদস্য তাহের আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, ৬ নং ইছাখালি ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু নোমান ভুইয়া, ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য জহুরুল হক প্রকাশ ধনা মেম্বার, মুক্তিযুদ্ধের প্রজন্ম নেতা শিমুল, বিএনপি নেতা মিয়া চানসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধূরী নিহত মামুনের পরিবারের সাথে দেখা করে তাদের সমবেদনা জানান।