সীতাকুণ্ডে ইপসা’র উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ জানুয়ারি) সীতাকুণ্ড উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।
ইপসা সিভিক প্রকল্পের সীতাকুণ্ড উপজেলা ম্যানেজার শাহ সুলতান শামীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিব উল্যাহ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার,প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুচ্ছোফা, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুননেচ্ছা বেগম, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম, সমবায় কর্মকর্তা মোঃ শহীদ ভূইয়া প্রমুখ।
ইপসার প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন ইপসা সিভিক প্রকল্পের টিম লিডার ডেপুটি ডিরেক্টর খালেদা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা সিভিক প্রকল্পের ফোকাল পার্সন মোঃ শাহজাহান।
সভায় সমানপনী বক্তব্য রাখেন, ইপসা’র কার্যকরী কমিটির সদস্য ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী।