চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মায়া নন্দী (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পৌরসভার পশ্চিম মহাদেবপুর (নামার বাজার) এলাকার মৃত সুনীল নন্দীর স্ত্রী।
নিহতের ছেলে সরোজ নন্দী জানান, তার মা মায়া নন্দী হাসপাতালের গেটের পাশে একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন। আজ সকালে কাজে যাওয়ার পথে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির অজ্ঞাত একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, নিহত নারীর মরদেহ উদ্বার করেছি। তবে, ঘাতক গাড়িটি এখনো সনাক্ত করা যায়নি। নিহতের ছেলের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ উদ্বারের পর যান চলাচল স্বাভাবিক হয়।