চট্টগ্রামের সীতাকুণ্ডে হযরত পন্থী শাহ (রহ.) কমপ্লেক্সে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, সুশিক্ষাই দেশের নেতৃত্ব গড়ে তোলার একমাত্র পথ।
সোমবার সকাল ৮টা থেকে জোড়ামতল হযরত পন্থি শাহ (রঃ) কমপ্রেক্স প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি এবং পন্থি শাহ কমপ্লেক্সের পরিচালক মাওলানা মুসলেহ উদ্দিন খালেদের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মোঃ মসিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুচ্ছােফা।
প্রধান বক্তা সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুব্রত চক্রবর্তী সৌমিত্র, এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহেদী, প্রেসক্লাবের সেক্রেটারী লিটন কুমার চৌধরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, কামরুল ইসলাম দুলু এবং বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিগণ ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অফিসার নুরুচ্ছােফা বলেন, আমাদের ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কারণ ছাত্রছাত্রীরা সুশিক্ষায় গড়ে উঠলে তারা বড় হয়ে দেশের জন্য ভাল নেতৃত্ব দিতে পারবে। এরা সুশিক্ষায় গড়ে না উঠলে দেশের জন্য বা বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব দিতে পারবে না।
প্রধান বক্তা প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র তার বক্তৃতায় ছাত্রছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ধর্মের মধ্যে আছে কোমলমতিদেরকে ন্যায়নীতি ও নীতি নৈতিকতা শিক্ষানো। কারণ এখন থেকে এদেরকে এভাবে গড়ে তুলতে না পারলে তারা আস্তে আস্তে ছোট খাটো অপরাধে জড়িয়ে বড় হয়ে মাদকের দিকে ধাবিত হবে। তাই অভিভাবকদের উচিত হবে এখন থেকে আপনাদের ছেলে মেয়েদের সঠিক ভাবে গড়ে তোলা।
বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা আবুল আবুল কাশেম ওয়াহেদী বলেন, আমি এত বড় অনুষ্ঠান দেখে অবাক হয়েছি হযরত পীর পন্থি শাহ (রঃ) এর ছোট্ট একটি হেফজখানা থেকে আজ বিশাল একটি প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। তাই এই প্রতিষ্ঠানের লেখাপড়ার উত্তরোত্তর উন্নতি বৃদ্ধির জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব সব ধরনের সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি প্রেসক্লাবের সেক্রেটারী লিটন বক্তব্যে বলেন, এত সুন্দর আয়োজনে আমাকে অভিভূত করেছে। কারণ সেই সকাল ৮টা থেকে ছাত্রছাত্রী ও অভিভাবকরা ধৈর্য্য ধরে বসে আছেন। তেমনি আপনাদের ছেলে মেয়েদেরকেও ধৈর্য্যের সহিত রাতে লেখাপড়ায় তাদেরকে মনযোগী করার জন্য খেয়াল রাখবেন।