সোশ্যাল ইসলামী ব্যাংকের কমর্রত ৬৭২ কর্মীকে অন্যায় ও অমানবিকভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে চাকরিচ্যুত চট্টগ্রামের কর্মীরা।
গতকাল রবিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের পটিয়া, হাটহাজারী, আনোয়ারা, বাঁশখালীসহ চট্টগ্রামের জেলার চাকরিচ্যুত কর্মীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধনে কর্মীরা জানান, আমরা সোশ্যাল ইসলামী ব্যাংকে কর্মরত ৬৭২ অফিসারকে অন্যায়ভাবে জোরপূর্বক চাকরিচ্যুতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশে ফ্যাসিবাদের দোসররা যে উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলো তা আমরা শিক্ষার্থীগণ সাধারণ জনগণকে নিয়ে প্রতিহত করেছি। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্যকে কবর দেওয়ার জন্য, কিন্তু ৫ আগষ্ট পরবর্তী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টি করছে একইভাবে। আমাদের পেটে লাথি দিয়ে, আমাদের পরিবারের ভবিষ্যত হুমকির মুখে ঠেলে দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। আমরা তাদের এহেন কর্মকান্তে অতীষ্ট এবং আমাদের ভবিষ্যত হুমকির সম্মুখীন।
তারা বলেন, যারা আমাদের এভাবে জোরপূর্বক চাকরিচ্যুত করেছেন তাদের আমরা বলতে চাই, আমরা যদি দেশ স্বাধীন না করতাম আপনারা কি আমাদের সাথে এমন আচরণ করতে পারতেন? বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আপনারাও কি আমাদের সাথে বৈষম্য করছেন না? সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদকে আমরা আমাদের দাবি জানাতে চাই। অবিলম্বে চাকরিচ্যুত কর্মীদের পুর্নবহাল করতে হবে। এই ঘটনার জন্য দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের অন্যায় পুনরাবৃত্তি বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংককে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়া প্রবর্তন করতে হবে। অতি দ্রুত এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আকুল আবেদন জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে চাকরিচ্যুত কর্মী আকতারউন নবী বলেন, আমরা ৬৭২ জন মানুষ অন্যায়ের শিকার হয়েছি। কোনো ধরণের পূর্ব নোটিশ ছাড়া আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। এখন আমাদেরকে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হবে। সরকার ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে আনুরোধ অবিলম্বে আমাদের চাকরি ফিরিয়ে দেয়া হোক।